যশোরে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোরে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোরে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোর প্রতিনিধি:সারাদেশের সাথে এক যোগে যশোরেও ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে উপ-শহরের শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন,ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামাদ,সদর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফফাত জেরিন নুরানী,সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন।

১১থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলা ক্যাম্পেইনে জেলায়  ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৭৯০ জন, ১২- ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৮৮ হাজার ২৯৯ জন।

জেলায় মোট ২ হাজার ২৯৩ টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।