বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়তে পারে শীত

বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়তে পারে শীত

প্রতীকী ছবি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে নামতে পারে শীত। আগামীকাল বুধবার উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানীতেও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশে মেঘের কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।