কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চ ফলনশীল জাত ‘বিপ্লব’ এর মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চ ফলনশীল জাত ‘বিপ্লব’ এর মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চ ফলনশীল জাত ‘বিপ্লব’ এর মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চ ফলনশীল জাত ‘বিপ্লব’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মশান এলাকায় এ মাঠ দিবস আয়োজন করা হয়। 

উচ্চ ফলনশীল এ জাতের পেঁয়াজের প্রদর্শনী প্লট করেছেন মশান গ্রামের কৃষক ফরজ আলী। এ উপলক্ষ্যে মাঠ দিবস আয়োজন করা হয়। বেসরকারি বীজ কোম্পানী এসিআই সীডের ডিরেক্টর সুধীর চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলাউদ্দিন খান।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামানিক, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, এসিআই সীডের বিজনেস ম্যানেজার মিজুনুর রহমানসহ এলাকার কয়েক শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন।