দুই যুগ পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বোচ্চ পানির প্রবাহ

দুই যুগ পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বোচ্চ পানির প্রবাহ

দুই যুগ পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বোচ্চ পানির প্রবাহ

পাবনা প্রতিনিধি:বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা না পেলেও গঙ্গা চুক্তির দুই যুগ পর এ বছর ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ সরেজমিন পানি পরিমাপ করার পর সোমবার এ তথ্য জানিয়েছে।

১৯৯৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুসারে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিত করতে প্রতি বছর পাঁচ মাস( জানুয়ারি-মে) পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়ে থাকে। তাই প্রতি বছরের ন্যায় এ বছরেও ১ জানুয়ারি থেকে পর্যবেক্ষণ শুরু হয়েছে। যা চলবে ৩১ মে পর্যন্ত।

পাউবো হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মার পানি পর্যবেক্ষণের জন্য ভারত থেকে আসা দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর দাস। তার সঙ্গে রয়েছেন কমিশনের সহকারী পরিচালক প্রকাশ এস।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী টি এম রাশিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ফারাক্কার ভাটিতে পানি পর্যবেক্ষণ করছে।

পাউবোর হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রইচ উদ্দিন বলেন, এ বছর ১ জানুয়ারি এই পয়েন্টে পানি ছিল ৬ দশমিক ৮৪ মিটার। বর্তমানে পদ্মায় পানি প্রবাহের পরিমাণ এক লাখ ১৮ হাজার কিউসেক, যা গত বছরের তুলনায় ২৬ হাজার কিউসেক ৪৫ শতাংশ বেশি। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও ভারতের ফারাক্কা পয়েন্টে এই পর্যবেক্ষণ চালায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে এবার পদ্মায় পানি বেশ ভালো পাওয়া গেছে। গত বছরের শুরুতে পদ্মায় পানি প্রবাহ ছিল ৮৮ হাজার কিউসেক।