দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত ২০

দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত ২০

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইফতারের পর দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে  দুই গ্রামেরই প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কালিয়া চাপড়া ইকোনমিক জোন সংলগ্ন এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পুলেরঘাট বাজারে দই খাওয়া নিয়ে আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।