কৃষিতে উৎপাদন বাড়িয়ে আমদানি কমানো হবে

কৃষিতে উৎপাদন বাড়িয়ে আমদানি কমানো হবে

ছবি: সংগৃহীত

বৈশ্বিক অর্থনীতিতে সংকটের কারণে সৃষ্ট চাপ মোকাবিলায় কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে প্রকৃত কৃষককে চিহ্নিত করে দ্রুত ও সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কৃষি খাতে যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করবে, তাদের পুরস্কৃত করা হবে। এরই অংশ হিসাবে করোনার প্রভাব মোকাবিলায় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে যেসব ব্যাংক সফলভাবে ঋণ বিতরণ করেছে, এমন ১৭টি ব্যাংককে ইতোমধ্যেই পুরস্কৃত করেছে।