যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে যা বলছে তুরস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে যা বলছে তুরস্ক

সংগৃহীত

ইউক্রেনে আক্রমণের জেরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের সঙ্গে ব্যবসা নিয়ে তুরস্কের ব্যবসায়িক কোম্পানিকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তুরস্ক যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখান করেছে।

শুক্রবার তুরস্কের অর্থমন্ত্রী নুরেদ্দিন নেবাতি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি অর্থহীন। তুর্কি অর্থমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা অর্থনৈতিক এবং বাণিজ্যিক (বিশেষ করে পর্যটনসহ বিভিন্ন সেক্টরে) সম্পর্ক উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা এমন একটা কাঠামোর ভেতর করা হবে যা নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।

তুরস্কের প্রধান বাণিজ্যিক অ্যাসোসিয়েশন চলতি সপ্তাহে জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের কাছে চিঠি দিয়ে বলেছে, যদি তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের ভয়, তাদের আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে রাশিয়া ও রাশিয়ার বাণিজ্য প্রতিষ্ঠানগুলো। এটি ঠেকাতেই রাশিয়ার সঙ্গে কোনো বাণিজ্য না করতে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা