দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, শিক্ষিত স্মার্ট নাগরিক হতে গেলে ভদ্রতার বিকল্প কিছু নেই। আর দক্ষতার মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন আয়োজিত ২০২০, ’২১ ও ২২ সালে উত্তীর্ণ মেধাবী কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুব হোসেন সরকারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক,  বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিসি শরফুদ্দিন আহমেদ, খন্দকার রুহুল আমিন (সিআইপি), হাবিবুল্লাহ ডন, আলিমুজ্জামান ও শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দুই  শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।