ইবি থিয়েটারের আয়োজমে মঞ্চস্থ ‘অরুণোদয়ের পথে’

ইবি থিয়েটারের আয়োজমে মঞ্চস্থ ‘অরুণোদয়ের পথে’

ছবি: নিউজজোন বিডি

ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে নির্মিত নাটক  ‘অরুণোদয়ের পথে’ মঞ্চস্থ হয়েছে। রোববার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে নবীন বৈজয়ন্তী উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নাট্যকার সলিল চৌধুরী রচিত নাটকটি মঞ্চায়ন হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম পিয়াসের নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবির, হাসেম, মাহবুব ও পিয়াস।

থিয়েটারে সভাপতি আব্দুল মোমেন নাহিদ, সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

ব্রিটিশ লেখক লেডি গ্রিগোরির ‘এ্যাট দ্যা রাইজিং অফ দ্যা মুনের’ বিটিশ বিরোধী আন্দোলনের পেক্ষাপটে লেখা নাটক। জেল পলাতক আসামি বাউলের ছদ্মবেশে পালানোর চেষ্টা করছে। তখন তাকে ধরে ফেলেছে অফিসার, ছদ্মবেশী বাউল অফিসারকে তর্কে পরাভূত করে সেখান থেকে বেরিয়ে যায়।

 

এছাড়াও নাটকটিতে ফুটে উঠে সমাজের যারা বিপ্লবী, দেশের কিছু মানুষ সবসময় তাদের পক্ষে থাকে।