ছিনতাইয়ের প্রতিবাদে রংপুর পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছিনতাইয়ের প্রতিবাদে রংপুর পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সংগৃহীত

রংপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারপিট ও ছিনতাইয়ের প্রতিবাদে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রাত ৮টায় রাস্তা অবরোধ করে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ইফতারের আগে নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা হিরা মিয়ার ছেলে  দিহান পলিটেনিক্যালের সপ্তম সেমিস্টারের ছাত্র সজিব রায়হানের মোবাইল ফোন ছিনতাই করে তাকে মারপিট করে। এর প্রতিবাদে সোমবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা দিহানের গ্রেফতার দাবি করে। 

শিক্ষার্থী সুজন বলেন,  ওই ছেলে প্রায় পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের মারপিট ও ছিনতাই করে। ওই ছেলের কারণে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।  পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই তার গ্রেফতার ও ছিনতাই প্রতিরোধে আমরা সমাবেশ করছি। 

কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।