চট্টগ্রামে অগ্নিকাণ্ডে চারতলা ভবনে ধস

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে চারতলা ভবনে ধস

সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামে শুটকির একটি কোল্ড স্টোরেজে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও একটি চারতলা ভবনের দেয়াল ধসে পড়েছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত একটার দিকে নগরীর চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এই আগুন লাগে। এ সময় ভবনটিতে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।