পাবনায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১২ জন আহত

পাবনায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১২ জন আহত

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার  হেমায়েতপুর ইউনিয়নে মঙ্গলবার আধিপত্য বিস্তার ও বর্ধিত সভায় বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জনসহ অন্তত: ১২ জন আহত হয়েছেন।  ইউনিডনের চরবাঙ্গাবাড়িয়া মুজিব বাধ এলাকায়এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-আওয়ামী লীগের মহল্লা কমিটির সভাপতি ইসহাক প্রামানিক (৪৫), হাবু সরদার (৫০), মামুন  হোসেন (৩০), সেলিম মন্ডল (৪০), হামিম হোসেন (১২), সবরুল শেখ (৪০)। আহতরা সবাই ওই ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হেমায়েতপুর ইউনিয়ন আ.লীগের ৭.৮.৯ নং ওয়ার্ডের বর্ধিত সভায় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ৭ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বক্তৃতা দিতে শুরু করলে সভায় হট্টগোল শুরু হয়। এসময় পাবনা সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর সূত্র ধরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক  মোটরসাইকেলে গিয়ে সংঘর্ষের সময় হঠাৎ গুলি শুরু করে। এরপর দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হাবু সরদার জানান, গতকাল (সোমবার) রাতে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তৃতা ঘিরে হট্টগোলের কারণে রাত থেকেই গুলির ঘটনা ঘটেছে। আমরা মঙ্গলবার দুপুরে মুজিব বাঁধ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলাম, কিছু যুবক মোটরসাইকেলে এসে অতর্কিত গুলি ছুঁড়ে এবং আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে।

পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ শেখ জানান, হেমায়েতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মন্ডল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সানাউল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।