যে কারণে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

যে কারণে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

লিওনেল মেসি

আকাশি-নীল জার্সিতে লিওনেল মেসি মাঠে নামবেন আর গোল করবেন না; এটা যেন অকল্পনীয়! ম্যাচের ৭৯ সেকেন্ডেই চমকপ্রদ এক গোলের দেখা পান আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। বিরতির পর গোল দেখা মিলল আরও এক গোলের। এর ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির রেকর্ড গোলে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী ১৯ জুন জাকার্তায় অনুষ্ঠেয় এ ম্যাচে খেলছেন না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গোস্তন ঈদুল। তার দাবি, জাকার্তায় যাবেন না মেসি।

ঈদুলের ভাষ্যমতে, আগামী সোমবার (১৯ জুন) সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই মেসিকে ছেড়ে দেবে লে আলবিসেলেস্তেরা। যাতে দ্রুত ছুটি কাটানো শুরু করতে পারেন ৩৫ বছর বয়সী কিংবদন্তি। কারণ, দীর্ঘ মৌসুমে টানা খেলে যাওয়ায় বেশ পরিশ্রান্ত এ ফুটবল জাদুকর। ইন্দোনেশিয়ার বিপক্ষে বেঞ্চের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন স্কালোনি।

এদিকে মেসির জাদু দেখতে পারার শঙ্কায় হতাশ হয়েছেন দেশটির সমর্থকেরা। বিশ্বকাপজয়ী অধিনায়ক না থাকায় টিকিটের মূল্যও ফেরত চেয়েছেন অনেক সমর্থক।

এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) সভাপতি এরিক থোহির ভাষ্য, টিকিট ফেরতযোগ্য নয়। কারণ, তারা কখনোই বলেননি ম্যাচটি মেসি ও ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে