ভারতে আসছে মার্কিন ড্রোন

ভারতে আসছে মার্কিন ড্রোন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এমকিউ-নাইন বি র‍্যাপার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে এই নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

শত্রুর উপর হামলা ছাড়া নজরদারির কাজেও ব্যবহার হয় এই শক্তিশালী ড্রোন। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটোমিক্স অ্যারোনোটিক্যা সিস্টেমস নামের কোম্পানি এই ড্রোন তৈরি করে। 

ইরানের জেনারেল কাসেম সুলাইমানি থেকে শুরু করে আল কায়দার নেতা জওয়াহিরিকে হত্যা করতে এই ড্রোন ব্যবহার করেছিল ভারত।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের থেকে ২৪টি এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টার কেনে ভারতীয় নৌবাহিনী।

শুধু ড্রোনই নয়, সামরিক ক্ষেত্রে আরও নানা অস্ত্র কেনা নিয়েও আলোচনা হয়েছে নরেন্দ্র মোদি ও জো বাইডেনের মধ্যে। সেনা পরিবহনের যানবাহনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে ভারতের। 

প্রসঙ্গত, চীনের মোকাবেলায় ভারতের প্রতিরক্ষা বিভাগ আরও শক্তিশালী হোক সেটাই চায় যুক্তরাষ্ট্র।