পুতিনের নেতৃত্বে একতাবদ্ধ হওয়ার আহ্বান রাশিয়ার প্রধানমন্ত্রীর

পুতিনের নেতৃত্বে একতাবদ্ধ হওয়ার আহ্বান রাশিয়ার প্রধানমন্ত্রীর

সংগৃহীত

রাশিয়ার ‘স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে’ জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে জাতিকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর বিদ্রোহী তৎপরতার পর প্রধানমন্ত্রী এই একতার ডাক দিলেন।

সোমবার মিশুস্তিন টিভিতে সম্প্রচারিত এক সরকারি বৈঠকে বলেন, রাশিয়ার স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে, একজোট হয়ে কাজ করা দরকার, সব বাহিনীর একতা রক্ষা করা দরকার।

গত শনিবার হঠাৎ করেই ওয়াগনার সেনাদের একটি অংশ রাশিয়ার মস্কোর দিকে যাত্রা করে।ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেন।

মাত্র ২৪ ঘণ্টায় ওয়াগনার সেনারা এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল।