মাদারীপুরে ২ ভ্যানের সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ২ ভ্যানের সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

সংগৃহীত

মাদারীপুরের শিবচরে দুটি ভ্যানের সংঘর্ষে চাপা পড়ে সাফিয়া বেগম (৫০) নামের এক নারীর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সাফিয়া বেগম উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মেয়ের সঙ্গে পাঁচ্চর যাচ্ছিলেন সাফিয়া বেগম। তাদের ভ্যানটি শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি ইকবাল ক্লাব সংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় দুটি ভ্যানের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোলাইমান জানান, এক নারীর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।