রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর বংশালে একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজিবকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মিজানুর রহমান জানান, তারা বংশাল সিক্কাটুলি মুসলিম কলোনির বাংলাদেশ মাঠের পাশে শাহজাহান মিয়ার পলিথিন কারখানায় কাজ করেন। সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ কাজ বন্ধ রাখেন। এরপর বিদ্যুৎ এলে পলিথিন গলানোর মেশিন পরিষ্কার করতে শুরু করেন রাজিব। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দেখতে পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

সহকর্মীরা জানান, তারা কারখানাটির পাশেই একটি বাসায় ভাড়া থাকেন। ৩-৪ মাস ধরে সেখানে কাজ করে আসছিলেন রাজিব। তার বাবার নাম জাকির হোসেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।  বিস্তারিত তদন্তের জন্য বংশাল থানায় জানানো হয়েছে বলেও তিনি জানান।