নাইজারের অভ্যুত্থান নিয়ে প্রতিরক্ষা বৈঠকে সভাপতিত্ব করবেন মাক্রোঁ

নাইজারের অভ্যুত্থান নিয়ে প্রতিরক্ষা বৈঠকে সভাপতিত্ব করবেন মাক্রোঁ

নাইজারের অভ্যুত্থান নিয়ে প্রতিরক্ষা বৈঠকে সভাপতিত্ব করবেন মাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নাইজারের সামরিক অভ্যুত্থানের বিষয়ে শনিবার বৈঠকে সভাপতিত্ব করবেন। নাইজারের ক্ষমতাধর এক জেনারেল নিজেকে দেশটির নতুন নেতা ঘোষণা করার পর এই বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্টের দফতর এ কথা জানিয়েছে।

সংবাদ মাধ্যম এএফপির এর প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সাবেক ঔপনিবেশিক শাসক দেশ ফ্রান্সের প্রায় দেড় হাজার সৈন্য রয়েছে। চলতি বছরের শুরুর দিকে প্রতিবেশি দেশ মালি থেকে ফরাসি বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর সাহেল অঞ্চলে তাদের সর্বশেষ মিত্রদের অন্যতম হচ্ছে নাইজার।বুধবার মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করায় মাক্রোঁ ‘সম্ভাব্য সর্বোচ্চ কঠোর ভাষায়’ এর নিন্দা জানান।

মাক্রোঁ বলেন, ‘সামরিক অভ্যুত্থান সম্পূর্ণরূপে অবৈধ এবং নাইজেরিয়া, নাইজার এবং পুরো অঞ্চলের জন্য এটি খুবই বিপজ্জনক।’তিনি বাজুমকে মুক্তি দেয়ার এবং ‘সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।মালি ও বুরকিনা ফাসোর পর নাইজার ইসলামিক স্টেট গ্রুপ এবং আল-কায়েদার সাথে যুক্ত উগ্রবাদী হামলায় ক্ষতির মুখে পড়া সাহেল অঞ্চলের তৃতীয় দেশ হয়ে উঠেছে।
সূত্র : বাসস