থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৯

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৯

সংগৃহীত

থাইল্যান্ডের একটি আতশবাজি গুদামে শনিবার বিস্ফোরণে নয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দেশটির এক জন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি ভবনের নির্মাণ কাজের সময় ওয়েল্ডিংয়ের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন বলেছেন, ‘সুংগাই কোলোকে আতশবাজি রাখার একটি গুদাম আজ বিকেলে বিস্ফোরিত হয়েছে, নিহতের সর্বশেষ সংখ্যা ৯ এবং ১১৫ জন আহত হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে ওয়েল্ডিং চলাকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। কারণ ভবনটি নির্মাণাধীন বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থল থেকে বিশাল ধোঁয়া বাতাসে উঠছে এবং বিস্ফোরণের কারণে অসংখ্য দোকান, বাড়িঘর ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।