আইফোনে থাকবে ‘সি-টাইপ’ চার্জার!

আইফোনে থাকবে ‘সি-টাইপ’ চার্জার!

সংগৃহীত

অ্যাপল উদ্ভাবিত আইফোন ১৫ সিরিজের আসন্ন দুটি মডেল নিয়ে ভক্তদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। নতুন কিছু পরিবর্তন যে আসছে তা প্রায় নিশ্চিত করেই খবরে প্রকাশ পাচ্ছে। চার্জিং সিস্টেম ও বডি উদ্ভাবনে নতুনত্ব আনছে অ্যাপল।

বর্তমানে ডিভাইসের চার্জে ‘ইএসবি-সি’ টাইপ চার্জারকে ইউনিভার্সেল করার নির্দেশনা দেওয়া হয়। সদ্য উন্মোচিত স্যামসাং জেড ফোল্ড-৫ ও জেড ফ্লিপ-৫ হ্যান্ডেসেটে সি-টাইপ চার্জার সংযুক্ত করেছে।

অ্যাপল আইপ্যাডস ও অ্যামাজন’র কিনডেল ইরিডার্সে ইউএসবি চার্জার হিসেবে সি-টাইপ পোর্ট যুক্ত করে।

অ্যাপল ব্র্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইয়াক বলেন, অ্যাপল যথাযথ আইন মেনেই উদ্ভাবন প্রক্রিয়া অব্যাহত রাখবে। চার্জিং সিস্টেমে অবশ্যই সি-টাইপ নীতি মেনে চলা হবে।

উদ্বোধনের একেবারে শেষ বেলায় গুঞ্জন ছড়িয়েছে অ্যাপল আইফোন প্রো মডেলের দাম বাড়ানোর কথা ভাবছে। ২০১৯ সাল থেকে অ্যাপল যুক্তরাষ্ট্রে হাইএন্ড আইফোন প্রো মডেল বিক্রি করছে ৯৯৯ ডলারে। আর ম্যাক্স সিরিজের আইফোন বিক্রি করছে ১০৯৯ ডলারে। আইফোনের নতুন দুটি মডেলের দামে বিষয়ে প্রশ্ন থাকলেও অ্যাপল বরাবরের মতো একেবারেই নিরুত্তর।