বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

সংগৃহীত

বিশ্বকাপ জয়ের রেশটাও এখনও যায়নি। তার আগেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব নিশ্চিত করার মিশনে মাঠে নামতে হচ্ছে লিওনেল মেসি-ডি মারিয়াদের। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের লড়াইয়ে মাঠে নামবে বিশ্বকাপজয়ীরা।

সম্প্রতি বাছাইপর্বে আর্জেন্টিনার দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা। একই সঙ্গে জানানো হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরুর দিন।

সূচি মোতাবেক দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মাঠে নামবে প্যারাগুয়ে ও পেরু।

বাছাইপর্ব শুরু হওয়ার দ্বিতীয় দিনেই মাঠে নামবে আর্জেন্টিনা। ৮ সেপ্টেম্বর স্কালোনি শিষ্যদের প্রতিপক্ষ ইকুয়েডর। ঘরের মাঠে তাদের আতিথ্য দেবে বিশ্বকাপজয়ীরা।

১২ সেপ্টেম্বর বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা লড়বে বলিভিয়ার বিপক্ষে। বলিভিয়ার লা পাজে হবে ম্যাচটি।

লা পাজে আর্জেন্টিনার রয়েছে এক দুঃসহ অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উপরে এই শহরে সবশেষ ২০১০ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই খেলেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ ছিল স্বাগতিকরা।

প্রতিপক্ষের চেয়ে মেসিদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল উচ্চতার সঙ্গে। সেই ম্যাচে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আলবেসেলেস্তিয়ানরা।

এদিকে অক্টোবর ও নভেম্বরে হবে বাছাইপর্বে আর্জেন্টিনার আরও চারটি ম্যাচ। অক্টোবরে মেসিদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও পেরু। আর নভেম্বরে হবে প্যারাগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মহারণ।

যদিও এই চার ম্যাচের সূচি এখনও নিশ্চিত হয়নি।