মশা নিধন অভিযান পরিচালনায় ১০ ম্যাজিস্ট্রেট চায় ঢাকা উত্তর সিটি

মশা নিধন অভিযান পরিচালনায় ১০ ম্যাজিস্ট্রেট চায় ঢাকা উত্তর সিটি

ফাইল ছবি

মশা নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবা ডিএনসিসির নগর ভবনের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে এ অনুরোধ জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।

ডিএনসিসি মেয়র বলেন, ‘এডিসের লার্ভা পাওয়ায় আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করছি। বছরজুড়ে এ অভিযান পরিচালনা করা হবে। লার্ভা পেলেই জরিমানা। আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি দশটি অঞ্চলের জন্য স্থায়ীভাবে দশজন ম্যাজিস্ট্রেট পদায়ন করার জন্য। যেন তারা দীর্ঘদিন কাজ করে এডিসের লার্ভার উৎসস্থল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন। এতে দক্ষতার সঙ্গে কাজটি করা সম্ভব হবে।’

ডিএনসিসির কল সেন্টারের মাধ্যমে নগরবাসীকে কল করে মশার বিষয়ে সচেতন করা হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘কল সেন্টার ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সভা করেছি। এখন কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা করছে। ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি তিন স্তরে কার্যক্রম শুরু করেছে। সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স মাঠে আছে। প্রতি মাসে কার্যক্রমের ছবিসহ অন্তত দুটি প্রতিবেদন পাঠাবে কাউন্সিলররা।’