চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫২

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫২

প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তাছাড়া, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৫২ জন আক্রান্ত হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত ওই নারীর নাম মনোয়ারা বেগম (৪৬)। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা। গত রবিবার ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। তাছাড়া, মোট আক্রান্ত হন ৩ হাজার ৫৭ জন। এর মধ্যে ২১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।      

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তবে আমাদের হাসপাতালগুলোতে এর প্রয়োজনীয় চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা রাখা আছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।