গলায় ফাঁস লাগিয়ে দুই সহপাঠীর আত্মহত্যা

গলায় ফাঁস লাগিয়ে দুই সহপাঠীর আত্মহত্যা

প্রতীকী ছবি

বাগেরহাটের শরনখোলা উপজেলায় ২২ ঘণ্টার ব্যবধানে কমদমতলা মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার হেফজশাখার দুই সহপাঠী বন্ধু ইসা হাওলাদার (১৩) ও ইয়াসিন গাজী (১২) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ইসা হাওলাদার উপজেলার রাজেস্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ও ইয়াসিন গাজী কদমতলা গ্রামের শফিকুল গাজীর ছেলে। মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে দুই সহপাঠী বন্ধুর আত্মহননের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, ইসা হাওলাদার ও ইয়াসিন গাজী উপজেলার কমদমতলা মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার হেফজ শাখার দুই সহপাঠী বন্ধু। এরা দুজন সহপাঠি ছাড়াও খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল। সোমবার দুপুর ২টার দিকে ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের বাড়ীতে বসে তার বাবার সাথে অভিমান করে গোয়াল ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসা হাওলাদারের মৃত্যুতে চরম শোকাহত হয়ে পড়ে ইয়াসিন গাজী। এই শোক সইতে না পেরে মাত্র ২২ ঘন্টা পর মঙ্গলবার বেলা ১২টার দিকে বন্ধু ইয়াসিন গাজীও কদমতলা গ্রামের বাড়ীর ঘরের অড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। ইয়াসিন গাজীর লাম উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।