এলপিএলের শিরোপা জিতল বি-লাভ ক্যান্ডি

এলপিএলের শিরোপা জিতল বি-লাভ ক্যান্ডি

সংগৃহীত

নতুন চ্যাম্পিয়ন পেল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। রবিবার রাতে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।

ডাম্বুলার দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে বি-লাভ ক্যান্ডি পৌঁছে ১ বল হাতে রেখে। রান তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস শুরু থেকেই ছিলেন ছন্দে।

পাওয়ারপ্লেতে ক্যান্ডি তুলে বিনা উইকেটে ৪৭ রান। এরপর ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে দলীয় ৪৯ রানের মাথায় আউট হন হারিস। দ্বিতীয় উইকেটে মেন্ডিস ও দীনেশ চান্দিমাল যোগ করেন ৪৫ রান। দলীয় ৯৪ রানে থামেন মেন্ডিস।

আউট হওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৪৪ রান।

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন চান্দিমালও। ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। আর চাতুরাঙ্গা ডি সিলভা মারেন ‘ডাক’।

পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখতে শুরু করেছিল ডাম্বুলা। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিফ আলীর ব্যাটে চিন্তামুক্ত হয় ক্যান্ডি। আসিফ ১০ বলে ১৯ রান করে আউট হলেও ম্যাথুজ মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়ে। ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ডাম্বুলা।

ধনঞ্জয়া ডি সিলভা ৪০, সামারাবিক্রমা ৩৬ ও কুশল পেরেরা ৩১* রান করেন।