দাবানল: এখনো হাওয়াইতে নিখোঁজ ৮৫০ জন

দাবানল: এখনো হাওয়াইতে নিখোঁজ ৮৫০ জন

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানলের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাড়ে আটশ’ জন। মাউই কাউন্টি মেয়র রিচার্ড বিসেন এ তথ্য জানিয়েছেন।

এছাড়াও নিখোঁজের তালিকায় থাকা আরো ১২শ’ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন বিসেন। 

এ পর্যন্ত দাবানলে একশ’ ১৪ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্গত দ্বীপটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর করার কথা রয়েছে। 

দাবানলে মাউইর বিশাল এলাকা বিশেষ করে ঐতিহাসিক শহর লাহাইনা ধ্বংস হয়ে গেছে। হাওয়াইর ইতিহাসে এই দাবানলকে সবচেয়ে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, বাজে ভাবে পুড়ে যাওয়ায় ভুক্তভোগীদের অনেককে সনাক্ত করতে আরো কয়েক মাস লেগে যেতে পারে।


সূত্র: বিবিসি