করোনা গপপো

করোনা গপপো

ফাইল ছবি

ডা. শামসুন নাহার

ছলিমুদ্দীন সন্ধার ইফতারের পর তার দহলিজ বসে পিতলের হুকায়
টান মারছে কেবল তখনই নইমুদ্দিন ও কলিমউদ্দিন এসে
বসলো।
মিঞা ভাই কেমুন আছেন? আপনি কি বালা! দিনকাল কিমুন যাচছে?
আর কেমন থাকি! বহুত বিপদে আছি এই করোনার জ্বালায়।
তরা জানিস তো তোদের ভাবিসাব গেছে তার পোলার কাছে আমরিকায়
সেখানের মানুষের লাশের মিছিল ডরে ঘুম আসেনা।

বাড়িতে রাধন বারন কে করে ভাইজান? কালিমুদ্দিন জিগায়।

হাড়িতো শিকেয় উঠেছে! রাধন বারন কে করবে।?
, কোন মতো এক বেলা ভাত ফুটায়ে তিন বেলা খাওন খাই।

কাজের বেডি সেও আসে না তার শুনতাছি জ্বর।
তার আবার করোনা জ্বর হইলো নাহি কেজানে।

নইমুদ্দিন এবার গলা খেঁকিয়ে উঠে বললো, ভাইজান এবার
আমেরিকার টেরাম ব্যাটা আচছা জব্দ হইছে কি বলেন?
তার মুখ শুকায়েগেছে, দেখেছেন নি?

কেমনে দেখুম?

ক্যা টেলিভিশনে?

শুনলাম হে নাহি কোরান শরিক পড়ার জন্য মুসলমানদের কইছে
বেডা কি বুঝতে পারছে আল্লাহ তাদের শাস্তি দিচেছ?

করোনা কি রকম মিয়াভাই ছোট সাপের বাচ্চার লাহান, নাকি
মশা-মাছির লাহান/?
ছলিমদ্দিন বললো, নারে এটা একটা এনভেলাপ ভাইরাস
খালি
চোখো দেখা যায়না?
এনভেলপ সেটা আবার কি?

ভাইরাসের চারিপাশে শক্ত আবরন, যেটার জন্য সে সহজে কাবু হয়না?

তা আপনে জানলেন কেমুন করে ওডা ভাইরাস?
আমার ভাগনে সিয়াম মেডিকেলে পড়ে? সে কয়দিন আগে
আইছোলো আমার খবর লইতে তহন হুনছি ওর লগে?

তার এত দাপট? সারা পৃথিবীর লোককে নাস্তানাবুদ কইরা ছাড়ছে?

কিয়ামতের আলামত এডারে কয় বুঝলা কলিমউদ্দিন কয়!


মিঞাভাই বাজারে তো জিনিস পত্র সাপ্লাই নাই, চাল ডালের দামও
তো চড়া, অনেকে কওয়া বোলা কচ্ছে দ্যেশে আকাল পড়তে পারে
হাঁচা নি মিয়া ভাই?

কথাটা উড়ায়ে দাওয়া যায়না? হইলেও হইতে পারে।

নইমুদ্দিন কইলো আমরা এখনো বালা আছি আল্লাহর হাজার শুকরিয়া।

দেখো কতক্ষন ভালো থাকো সেইটাই কথা?

শুনলাম দেশে সরকার ছুটি বাড়াইয়া যাচ্ছে ফল কি হইবো
কারো জানা নাই! হুনছি পোশাক কার খানাও বন্ধ!

ক্যে কোলিমুদ্দিন এ কথা কেমনে কও, সরকার মানুষের ভালা
করতে লাইগাই করছে বোঝনাই ছলিমুদ্দিন জবাবদেয়!

মিয়া ভাই করোনা হইলে কি ব্যাবাক সকগোলি মারা যায় নাহি?
না প্রায় ১০০ জনের মধ্যে ৪/৫ জন মারা যায়?

তাও ভাল তাছাড়া তো মরণ সমুদ্র হইয়া হইতো।

এডা কি যুগের বসন্ত রোগের মত!

নারে কলিমউদ্দিন, এ অসুখ হলে মানুষের জ্বর হয়, সাথে
নিশ্বাস লইতে কষ্ট হয়
কারো কারো হাটের অসুখ ধরে, এসব নানান জটিল কিছু সমস্যা হয়।

তা এর থইকা মুক্তি পাওনের কি উপায় ভাইজান? নইমুদ্দিন জানতে চায়!

এর থেকে মুক্তি পানের উপায় টিকা আবিস্কার!
করোনার টিকা, যেমন কলেরার টিকা, টিবিরোগ টিকা তেমন।

তারা চেষ্টা করতাছেনা ভাইজান?
তারা দিনরাত চেষ্টা করতাছে, মানুষের উপর পরীক্ষা করছে তারা
সেখানে কিছু সমস্যা হচছে যাদের উপর পরীক্ষা চালোনা হইছে।

কেন সমস্য হচছে?

কারন হলো এটার নিদিষ্ট সময় আছে কমপক্ষে দুই বছর সময় লাগে
এরা তারাতাড়ি মানুষের উপর চালান করছে, তাই টিকা পরিশোধিত
হয়নাই বইলা নানা জটিলতা হচছে।

আশাকরি সব জটিলতা কাটায়ে তাদের বিজয় হবেই।

ভাইজান এই ক্রোনার কথা তো আগে হুনিনাই, তারা কোত্থেকে আসলো?

তারা আগেও ছিল তবে সেটা সুপ্ত অবস্থায়, তারপর
তারা২৬০ বার নিজের জিন বলিয়েছে, এবং শক্তিশালী
হয়েছে।

তারা মানুষের মধ্যে আসতে পেরেছে, চীনের কিছু লোক
পোকামাকড় সাপ ব্যাঙ কেঁচো খাবার ফলে মানুষের
শরীরে পাওয়া যাচ্ছে।

ভাইজান তারবীহ পড়তে হবো, বাড়ীতে, তাই এবার
যাই, অনেক কিছু আপনার লগে জানলাম।
আল্লাহ হাফেজ!!