তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করে শ্বেতাঙ্গ বন্দুকধারীর আত্মহত্যা

তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করে শ্বেতাঙ্গ বন্দুকধারীর আত্মহত্যা

সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। শনিবার (২৬ আগস্ট) দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে এ ঘটনা ঘটে।

শেরিফ টিকে ওয়াটারস বলেছেন, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন।

ওই শেরিফ আরও বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। এটা খুব স্পষ্ট, তাদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

টিকে ওয়াটারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। কৃষ্ণাঙ্গদের প্রতি তার বিদ্বেষ ছিল। ঘৃণা থেকেই বন্দুকধারী এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

জ্যাকসনভিলেতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বিশেষ এজেন্ট ঘৃণ্য অপরাধ হিসেবে এই গুলির ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন।