চবির শাটল ট্রেনের ছাদে গাছের আঘাতে আহত ২০

চবির শাটল ট্রেনের ছাদে গাছের আঘাতে আহত ২০

সংগৃহীত

চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের আঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে ছয়জন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিন বিকেলে শাটল ট্রেনে গাছের আঘাতে আরও একজন আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায়শই শাটলে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন। এ কারণে আজকে বিকেলেও একজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে রাতে অন্ধকার থাকার কারণে অনেক শিক্ষার্থী গাছের ডালের আঘাত পেয়েছে। এতে কয়েকজনের মুখের হাড় ভেঙে যায়। অনেকে ছাদ থেকে পড়ে যায়। আহত সাতজনকে ফতেয়াবাদ স্টেশনে নামিয়ে ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব রহমান বলেন, রাতের ট্রেনে ছাদে থাকা শিক্ষার্থীদের কয়েকজন চৌধুরীহাট এলাকায় নিচে পড়ে গেছে। ফতেয়াবাদে শাটল থামার পর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, এ ঘটনায় আহত অবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আমরা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যস্ত আছি। অ্যাম্বুলেন্স সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছি। আহতদের সঠিক সংখ্যা বলতে পারছি না।