অ্যাপ ইনস্টলে সতর্কতা জরুরি

সংগৃহীত
স্মার্টফোনের নিরাপত্তার জন্য ভুয়া অ্যাপ হুমকি। হ্যাকাররা ম্যালওয়্যার বা ভাইরাস ছড়াতে ভুয়া অ্যাপের সহায়তা নেয়। তাই ভুয়া অ্যাপ চিনে রাখা জরুরি। নকল সব অ্যাপ প্রায়ই নিবন্ধনকারীর কাছে অফার এবং ছাড়ের কথা প্রচারিত করে।
সাধারণত এ ধরনের অ্যাপগুলো অ্যাপ স্টোরে উপস্থিত থাকে না। তাই প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের বাইরে অ্যাপ ইনস্টল করার সময় অবশ্যই যথাযথ যাচাই করে নিতে হবে। অ্যাপ স্টোরে থাকা অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ পড়া আবশ্যক। গ্রাহকরা অ্যাপ নিয়ে নিরাপত্তাজনিত সন্দেহজনক কোনো কিছু লিখলে তা ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। ভুয়া সব অ্যাপ চিনতে অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ব্যবহার করা শ্রেয়।
অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করলে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করা যাবে। যে কোনো অ্যাপ ইনস্টল করার সময় কিছু বিষয়ের আগাম অনুমতি চায়। অ্যাপ সঠিকভাবে পরিচালনা করতে যা জরুরি। যদি কোনো অ্যাপ অতিরিক্ত কোনো বিষয়ে অনুমতি চায়, যা অনিরাপদ হতে পারে, ওই সব অ্যাপ ইনস্টল না করাই শ্রেয়।