মাথা ঘুরে ফেরি থেকে পদ্মা নদীতে শিক্ষার্থী

মাথা ঘুরে ফেরি থেকে পদ্মা নদীতে শিক্ষার্থী

সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফেরিতে করে পার হওয়ার সময় এক কলেজ শিক্ষার্থী মাথা ঘুরে পদ্মা নদীতে পড়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ফেরির লোকজন ও নৌ-পুলিশের সদস্যরা নদী থেকে তাকে উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে। নদীতে পড়ে যাওয়া শিক্ষার্থীর নাম শাহরিয়ার ইমন। তিনি রাজবাড়ী সদর উপজেলার মূলঘর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ইমন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির বলেন, আজ বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে এনায়েতপুরী নামের ফেরিতে ওঠেন ইমন। রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। নদীর মাঝখানে আসলে মাথা ঘুরে ফেরি থেকে নদীতে পড়ে যান ইমন। এসময় ইমন নদীতে প্রাণে বাঁচতে সাঁতার কাটতে থাকেন। পরে ফেরিতে থাকা লোকজন ও  দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় ইমনকে নদী থেকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এনায়েতপুরী ফেরিটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে নোঙর করে। সেখানে উদ্ধার হওয়া ইমনকে তার মামার কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।