উইন্ডোজ ১২-এর ওয়েব ভার্সন আনবে মাইক্রোসফট

উইন্ডোজ ১২-এর ওয়েব ভার্সন আনবে মাইক্রোসফট

সংগৃহীত

নির্দিষ্ট সময় পর নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করে মাইক্রোসফট। বর্তমানে উইন্ডোজ ১১ আলোচনার কেন্দ্রে রয়েছে। এরই মধ্যে নতুন পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি বর্তমানে উইন্ডোজ ১২-এর ওয়েব ভার্সন তৈরিতে কাজ করছে। এটি ক্রোম ওএসের কার্যকর বিকল্প হবে বলে অভিমত প্রযুক্তিবিদদের। খবর গিজমোচায়না।

শিক্ষা খাতে এ নতুন অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে বলে আশাবাদী মাইক্রোসফট। ওয়েবনির্ভর উইন্ডোজ ১২ গতানুগতিক উইন৩২ ডেস্কটপ অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আনবে না। এর পরিবর্তে এটি কম শক্তিশালী ডিভাইসে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে আরো উন্নত, দ্রুত কাজ সম্পন্নে সহায়ক অভিজ্ঞতা দেবে।

অভ্যন্তরীণ মেমোর তথ্যানুযায়ী, এক ঘোষণায় মাইক্রোসফট নিশ্চিত করেছিল যে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ও ওয়েব পণ্য তৈরির জন্য উইন্ডোজ অ্যান্ড ওয়েব এক্সপেরিয়েন্স নামের নতুন দল তৈরি করছে। এ দল তৈরিতে নিয়োগ কার্যক্রমও পরিচালনা করছে কোম্পানিটি।