বিশ্বকাপ: নজর থাকবে ৫ অলরাউন্ডারের দিকে

বিশ্বকাপ: নজর থাকবে ৫ অলরাউন্ডারের দিকে

ফাইল ছবি

গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। এর মাধ্যমে লম্বা সময় পর আয়োজক দেশের ম্যাচ ছাড়াই বিশ্বকাপ আসর শুরু হবে। ভারত সবাইকে স্বাগত জানাচ্ছে বিশ্বকাপের রঙ্গমঞ্চে। ৫০ ওভারের এ আসরে অংশ নিচ্ছে ক্রিকেট বিশ্বের সেরা ১০ দল। প্রতিটি দলই স্বপ্ন নিয়ে মাঠে নামছে। কারও স্বপ্ন শিরোপা, কারও সেমিফাইনাল, কোনো দল আবার আগের চেয়ে বেশি জয় পেলেই যেন মহাখুশি!

বৈশ্বিক যেকোনো আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অলরাউন্ডাররা। ব্যাট ও বলে দক্ষতা প্রদর্শনে তাদের মূল্যায়নও বেশি। একনজরে দেখে নেওয়া যাক, ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আলোচনায় থাকা ৫ অলরাউন্ডারকে।

সাকিব আল হাসান (বাংলাদেশ) : আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। উপমহাদেশীয় কন্ডিশনে সবসময় ভালো পারফর্ম করে থাকেন তিনি। ওয়ানডেতে সাকিবের সাম্প্রতিক ব্যাটিং গড় ৩৭ দশমিক ৪৮। এ ছাড়া ২৯ দশমিক ৩২ বোলিং গড়ও বেশ আকর্ষণীয়। ওয়ানডেতে এ পর্যন্ত ৭ হাজার ৩৮৪ রান সংগ্রহ করা সাকিব নিজের ঝুলিতে পুরেছেন ৩০৮টি উইকেট।

বেন স্টোকস (ইংল্যান্ড) : বেন স্টোকস সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। ২০১৯ সালে একক প্রচেষ্টায় ইংল্যান্ডকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। সৌভাগ্যবশত অবসর কাটিয়ে ফের দেশের হয়ে বিশ্বকাপে খেলছেনও। সাধারণত সংকটময় মুহূর্তে সেরা ক্রিকেট খেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টপ-অর্ডার যে মানের তাতে মিডল-অর্ডারে বাড়তি শক্তি যোগ করবেন স্টোকস।

হার্দিক পান্ডিয়া (ভারত) : বিশ্ব ক্রিকেটে আগ্রাসী ব্যাটারদের একজন তিনি। ব্যাটের সঙ্গে বল হাতেও বেশ দক্ষ তিনি। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৩৩ দশমিক ৮১। আর স্ট্রাইক রেট ১১০ দশমিক ২২। বল হাতে ৩৬ দশমিক ৪ গড়ে এ পর্যন্ত ৭৯টি উইকেট সংগ্রহ করেছেন হার্দিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও চমৎকার পারফর্ম করেছেন তিনি। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়েও একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন হার্দিক।

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) : বিধ্বংসী ব্যাটার স্টয়নিস বেশ সাবধানতার সঙ্গে খেলে থাকেন। সহজেই উইকেট বিলিয়ে দেন না তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার অবদান কোনোভাবেই খাট করে দেখা যাবে না। সদ্য সমাপ্ত আফ্রিকা সফরেও বেশ ভালো বল করেছেন তিনি। দলের প্রয়োজনে নতুন বলেও সমান দক্ষতা দেখাতে পারেন স্টয়নিস।

মার্কো জনসেন (দক্ষিণ আফ্রিকা) : দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের একজন উদীয়মান তারকা তিনি। সম্প্রতি ব্যাট হাতে দারুণ পরিপক্বতার প্রমাণ দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং পারদর্শিতার প্রমাণও দিয়েছেন। সিরিজের শেষ ওয়ানডেতে ৪৭ রানের পাশাপাশি ডেথ ওভারে অজিদের ৫ উইকেট শিকার করেছেন তিনি। টপ-অর্ডারের ব্যর্থতার দিনে তিনিই অন্যতম আস্থা হয়ে ওঠে প্রোটিয়াদের।