বেয়ারস্টোকে ফেরালেন সাকিব

বেয়ারস্টোকে ফেরালেন সাকিব

বেয়ারস্টোকে ফেরালেন সাকিব

বাংলাদেশের বিপদ বাড়িয়ে ইনিংসের ১৫তম ওভারে অর্ধশতক তুলে নেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। ৭ চার ও দুই ছক্কায় ৩৯ বলে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক হাঁকান তিনি। মালানের পরপরই অর্ধশতক তুলে নেন বেয়ারস্টোও। ৫৪ বলে এই অর্ধশতক করেছেন তিনি।

আগ্রাসী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে প্রথম পাওয়ার প্লেতে এই দুই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৬১ রান। এরপর দ্রুতই দলীয় ১০০ রান তুলে নেন তারা। মালান-বেয়ারস্টোর ব্যাটে রকেটের গতিতে বাড়ছিল ইংলিশদের রান। তবে এবার উড়তে থাকা বেয়ারস্টোকে ফেরালেন সাকিব।

 

সজোরে বল করেছিলেন সাকিব। তাতে খুব একটা টার্ন ছিল না। আর ব্যাকফুটে গিয়ে সেই ভুলটা করলেন বেয়ারস্টো। আড়াআড়ি ব্যাট হাঁকাতে গিয়েই হয়েছেন বোল্ড। এর মধ্য দিয়েই উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছেন সাকিব আল হাসান। ১১৫ রানে ভেঙেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি।

এর আগে, এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এই ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন এনেছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদী হাসানকে দলে টেনেছে বাংলাদেশ। মঈন আলীর জায়গায় রিস টপলিকে নিয়েছে ইংল্যান্ড