রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের রাজারহাটে সোমবার(১৬অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নমিতা রানী(৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি তার কাঠ মিস্ত্রি ছেলের সঙ্গে বৈদ্যুতিক করাত(এন্দা মেশিন) দিয়ে সহযোগী হিসেবে কাঠ পালিশ করছিলেন। মৃত নমিতা শিবেন রায়ের স্ত্রী।

 

বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সোমবার(১৬অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ গ্রামের শিবেন রায়ের স্ত্রী নমিতা রানী (৬২) তার কাঠমিস্ত্রি ছেলের সঙ্গে নিজ বাড়িতে বৈদ্যুতিক করাত(এন্দা মেশিন) দিয়ে কাঠ পালিশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরত্বর আহত হয়। প্রতিবেশীরা এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে গ্রাম্য চিকিৎসক এসে নমিতা রানীকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান।