দর্শনায় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

দর্শনায় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টা দিকে এদের আটক করা হয়।

আটককৃতরা হল দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মঞ্জুর আলীর ছেলে মিলন মিয়া (২১) ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাসান আলী (১৯)।

চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের (পিপিএম-সেবা) দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুমন্ত বিশ্বাস, এএসআই (নিরস্ত্র) বিজন ভট্টাচার্য, এএসআই (নিরস্ত্র) আবেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে দর্শনা থানার রামনগর ফুটবল মাঠের সামনে পাকা রাস্তার উপর হতে মিলন মিয়া ও হাসান আলীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে