২৫০ সিসির পালসার আসছে বাংলাদেশে

২৫০ সিসির পালসার আসছে বাংলাদেশে

সংগৃহীত

বাজাজ অটো এই প্রথম বাংলাদেশের বাজারে ২৫০ সিসি ক্ষমতার মোটরসাইকেল আনার ঘোষণা দিল। শিগগিরই বাজারে আসছে এই মোটরসাইকেল। পালসার সিরিজের এই বাইকের মডেল এন২৫০। যা বাংলাদেশে সংযোজন করা হয়েছে। 

পালসার এন২৫০ দেশের বাজারে বিক্রির জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাজাজ। দেশীয় পরিবেশক উত্তর মোটরসের মাধ্যমে এই বাইক বাংলাদেশে বাজারজাত হবে। 

বাজাজ পালসার সিরিজের অত্যাধুনিক মডেল এন ২৫০। এই বাইকে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। ব্রুকলিন ব্ল্যাক রঙে কেনা যাবে নতুন এই পালসার। 

এতদিন বাংলাদেশের বাজারে বাজাজ সর্বোচ্চ ১৬০ সিসির পালসার বিক্রি করত। এবার সেই কাতারে যুক্ত হচ্ছে ২৫০ সিসি।  

নতুন পালসার এন ২৫০ মলে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প থাকছে। এই বাইকের ইউএসবি চার্জার দিয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ছোট আকারের ডিভাইস চার্জ দেওয়া যাবে। 

মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। এতে অয়েল কুলড ইঞ্জিন ব্যবহৃত হছে। এই ইঞ্জিন ২১.৫ টর্ক উৎপাদন করতে পারে।

ফুয়েল ট্যাংকের জ্বালানির ধারণ ক্ষমতা ১৪ লিটার। ওজন ১৬২ কেজি। প্রতি লিটার জ্বালানিতে মাইলেজ মিলবে ৪৫ কিলোমিটার।