বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যাক আক্রান্ত

বিশ্বে একদিনে রেকর্ড  সংখ্যাক আক্রান্ত

ফাইল ছবি

বৈশ্বিকক মহামরি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ সংখ্যাক মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৩৭০। সবচেয়ে বেশি সংক্রমিতের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এসব তথ্য সরকারি হিসাবের ওপর ভিত্তি করে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে বহুগুন বেশি। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল ১০ই জুলাই। এদিন বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিলে ২ লাখ ২৮ হাজার মানুষ। কিন্তু রোববার সেই রেকর্ড ভঙ্গ হয়েছে।

তবে মৃতের সংখ্যা এদিন আগের মতোই ছিল। রোববার করোনায় বিশ্বে মারা গেছেন প্রায় ৫০০০ মানুষ। যুক্তরাষ্ট্রের পর করোনার দ্বিতীয় হটস্পটে পরিণত হয়েছে ব্রাজিল। সেখানে ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৪ হাজার ৬৮১। এই তথ্য জনস হপকিনস ইউনিভার্সিটির।