বাংলাদেশের ক্রেডিট রেটিং স্থিতিশীল থাকবে : মুডিজের পূর্বাভাস

বাংলাদেশের ক্রেডিট রেটিং স্থিতিশীল থাকবে : মুডিজের পূর্বাভাস

বাংলাদেশের ক্রেডিট রেটিং স্থিতিশীল থাকবে : মুডিজের পূর্বাভাস

বাংলাদেশের ক্রেডিট রেটিং এবং দেশের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মুডিজ ইনভেস্টরস সার্ভিস।রেটিংটি ইঙ্গিত দেয় যে বৈশ্বিক রেটিংয়ে এজেন্সি অর্থনীতির ঋণযোগ্যতা বা তার আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতাতে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আশা করে না।

এটি দেশের জন্য তার নিম্নস্তরের রেটিং বি-১ (নন-ইনভেস্টমেন্ট গ্রেড) বজায় রেখেছে।মুডিজ সম্প্রতি পর্যালোচনার পর এক বিবৃতিতে রেটিংটি প্রকাশ করেছে।এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের রেটিং কমিয়ে বিএথ্রি ক্যাটাগরি থেকে বি১-এ নামিয়ে আনে মুডিজ।

সূত্র : ইউএনবি