খুলনায় শ্রমিক সমাবেশ

খুলনায় শ্রমিক সমাবেশ

সংগৃহীত

খুলনায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে শ্রমিক সমাবেশ করেছে রিকশা চালকরা। সোমবার বেলা ১১টায় নগরীর ফেরিঘাট মোড়ে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে রিকশা চালকরা পুরাতন যশোর রোড হয়ে শিববাড়ি মোড়ে জড়ো হয়। খুলনার রিকশা, ব্যাটারি রিকশাভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ ও রিকশাভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ৫ দফা দাবিতে এই কর্মসূচি আহ্বান করে। 

দাবিগুলো হচ্ছে- বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি রিকশাভ্যান উচ্ছেদ বন্ধ, আটক রিকশাভ্যান ব্যাটারি ও মোটরসহ ফেরত, নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি রিকশার লাইসেন্স প্রদান, যথোপযুক্ত ডিজাইন ও নিরাপদ ব্রেক পদ্ধতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিকশার অনুমতি, প্রয়োজনে সড়কে আলাদা লেন ও বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার করা।

জানা যায়, খুলনা নগরীতে প্রায় ১৭ হাজার পায়েচালিত রিকশার লাইসেন্স দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু এর মধ্যে ১৫ হাজার রিকশার লাইসেন্স নবায়ন করা হয়নি দুই বছর। যাদের অধিকাংশ ব্যাটারি ও মোটর সংযুক্ত করে রিকশার বিপদজনক গতি বাড়িয়েছেন চালকরা। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এসব রিকশা বন্ধে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। আর অভিযান বন্ধের দাবিতে কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। 

সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক নেতা এসএম আলমগীর হোসেন বাবু, জনার্দন দত্ত নান্টু, এইচএম শাহাদত, এসএম চন্দন।

বক্তারা বিজ্ঞানসম্মত ডিজাইন ও সড়কে নিরাপদ চলাচলের নীতিমালা প্রনয়ন করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবি জানান।