মার্চে দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?

মার্চে দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?

ফাইল ছবি

২০২৩ সাল ছিল ফুটবলের জন্য ঘটনাবহুল। নানা ঘটনা, রেকর্ডকে সঙ্গী করে ইতি ঘটেছে ২০২৩ এর। ৩৬৫ দিনের লম্বা ভ্রমণ শেষে নতুন এক বছরে প্রবেশ করেছে বিশ্ব। 

২০২৩ এর মতো ২০২৪ সালেও ব্যস্ত সময় পার করতে হবে ফুটবল খেলুড়ে দেশগুলোকে। ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলোর জন্য অপেক্ষা করছে কোপা আমেরিকা। এই টুর্নামেন্ট ছাড়াও একাধিক ম্যাচে মাঠে নামবে দলগুলো। 

২০২৪ সালে কোপা আমেরিকার ম্যাচসহ বেশকিছু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য তার আগে মার্চে দু'টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। 

সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া ও আইভরিকোস্ট। 

এখনো তারিখ নির্ধারণ না হলেও ম্যাচ দু'টি আয়োজনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে মার্চের ১৮ থেকে ২৬। দু'টি ম্যাচই হবে চীন সফরে।  প্রথমে চীনের হ্যাংজু শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে। আর দ্বিতীয় ম্যাচটি হবে আইভরি কোস্টের বিপক্ষে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।

এএফএ থেকে জানানো হয়েছে আগামী কয়েকঘণ্টা পর উভয় দেশের বোর্ডগুলোর সঙ্গে বসে ম্যাচ আয়োজনের তারিখ ঘোষণা করা হবে। 

এদিকে মার্চেই প্রীতি ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হওয়ার গুঞ্জন রয়েছে আর্জেন্টিনার। গত ৩ জানুয়ারি আর্জেন্টিনা ও স্পেনের সাংবাদিক মার্কোস দুরানের বরাত দিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, চলতি বছরের মার্চে মুখোমুখি হবে এ দু’দল। তবে ম্যাচটি তাদের নিজেদের মাঠ কিংবা মহাদেশে অনুষ্ঠিত হবে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 

এই ম্যাচ দিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি সারতে চায় আর্জেন্টিনা। এরপরই আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে নামবে।