টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ নিবাসী হাসপাতালে

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ নিবাসী হাসপাতালে

সংগৃহীত

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ শিশু নিবাসী ভাইরাস জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে বলে জানা যায়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২২ বন্দি শিশুকে হাসপাতালে চিকিৎসা দিয়ে নিয়ে আনা হয়েছে। আরও ১৩ জনের মতো অসুস্থ শিশু রয়েছে। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিক হাসান বলেন, এদের বেশিরভাগই ভাইরাস জ্বরে আক্রান্ত। হাসপাতালে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়েও তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার পরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে।