মোংলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের যোগদান"

মোংলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের যোগদান"

ছবি: মোংলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের যোগদান

মোহন এ. আর. রাজ, মোংলা প্রতিনিধিঃ মোংলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কমলেশ মজুমদার রবিবার দুপুরে যোগদান করেছেন। তিনি ৩৩তম বিসিএস (প্রশাসন ক্যাডার) এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত হন। মোংলায় ইউএনও হিসেবে যোগদানের পূর্বে কমলেশ মজুমদার নড়াইল জেলা প্রশাসন কার্য্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

রবিবার দুপুর ১২টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের যোগদান উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এক পরিচিতি সভার আয়েজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ইউএনও মোঃ রাহাত মান্নান। পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান প্রমূখ। 

নবাগত ইউএনও কমলেশ মজুমদার বক্তৃতাকালে মোংলায় দায়িত্ব পালনকালে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তৃতায় বিদায়ী ইউএনও মোঃ রাহাত মান্নান দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য মোংলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি নবাগত উপজেলা নির্বাহী অফিসারের ক্ষেত্রেও মোংলাবাসী সর্বাত্মক সহযোগিতা করবে এ আশা ব্যক্ত করেন।