ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ফাইল ফটো

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তারা মারা যান বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অপূর্ব কুমার সাহা জানিয়েছেন। তিনি বলেন, মৃত দু’জনের মধ্যে একজনের বাড়ি জেলার হরিণাকুন্ডু উপজেলায় অপরজনের বাড়ি যশোরে।

 তাদের বয়স যথাক্রমে ৪৭ ও ৭৫ বছর। এদের মধ্যে একজনকে সোমবার (১৭ আগস্ট ) বিকালে ভর্তি করা হয় হাসপাতালে। তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজন একই দিন মঙ্গলবার সকাল ৭টায় ভর্তি করার ঘণ্টা দুই পর মারা যান। দু’জনেরই নমুনা নেয়া হয়েছে। তবে ফলাফল হাতে আসেনি।

করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে এ জেলায় আজ সোমবার পর্যন্ত মোট ২৩ জন মারা গেছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন দপ্তরের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র চিকিৎসক প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর চিত্র জেলা স্বাস্থ্য বিভাগ দিতে পারেনি। বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মিদেরকে উপসর্গে মৃত্যুর খবর সংগ্রহ করতে হয়।