মৌলভীবাজারে বজ্রপাতে মহিষের মৃত্যু

মৌলভীবাজারে বজ্রপাতে মহিষের মৃত্যু

প্রতিকী ছবি

হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অংশে বজ্রপাতে কৃষকের ১টি মহিষ মারা গেছে। বুধবার সকালে হাওরের ফুট বিলে মহিষটি মারা যায়।

স্থানীয় কৃষকরা জানান, কৃষক রহম আলী মহিষ ও কৃষি কাজ করে জীবনজীবিকা নির্বাহ করেন। এটাই তার আয়ের একমাত্র সম্বল।প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ি থেকে মহিষটি নিয়ে হাকালুকি হাওরের ফুট বিল এলাকায় খাবারের জন্য দেন। কিছু সময় পর বৃষ্টি ও ঝড় আসে।

বৃষ্টি শেষে কৃষক রহম আলী মহিষের খোঁজ নিতে গিয়ে দেখেন মহিষটি মৃত অবস্থায় পানিতে পড়ে আছে। মহিষটি মারা যাওয়ায় কৃষক রহম আলীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

কৃষক রহম আলী বলেন, ৪ দিন আগে মহিষের বাচ্চাসহ ২ লক্ষ টাকা পাইকার দাম করেছিল। আরও বাড়তি টাকা পাওয়ার আশায় বিক্রি করিনি। মহিষটি মারা যাওয়ায় আমি বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।কৃষককে সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করবো।