চট্টগ্রামে ও আশপশের এলাকায় ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে ও আশপশের এলাকায় ভূমিকম্প অনুভূত

ছবি: প্রতীকী

চট্টগ্রাম অঞ্চলে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প হয়।

অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪-৪.৯৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু, ৫-৫.৯৯ মাত্রাকে মাঝারি, ৬- ৬.৯৯ মাত্রাকে শক্তিশালী, ৭-৭.৯৯ মাত্রাকে ভয়াবহ এবং মাত্রা আট এর বেশি হলে অত্যন্ত ভয়াবহ গণ্য করা হয়।