এনআইডি জালিয়াতিতে সাবরিনার বিরুদ্ধে মামলার করবে ইসি

এনআইডি জালিয়াতিতে সাবরিনার বিরুদ্ধে মামলার করবে ইসি

ডাঃ সাবরিনা। ফাইল ছবি।

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ডাঃ সাবরিনার বিরুদ্ধে মামলা করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ডা. সাবরিনা আলাদা আলাদা তথ্য দিয়ে জালিয়াতি করে দুইটি এনআইডি কার্ড নিজের নামে নেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমশিন (দুদক) নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু করা হয়।  

নমুনা ফেলে দিয়ে ভুয়া কোভিড রিপোর্ট তৈরির দায়ে কারাগারে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানে ডা. সাবরিনা ও আরিফ চৌধুরী। শুরু হয়েছে বিচারিক প্রক্রিয়াও। এরমধ্যে মিলল ভিন্ন এক প্রতারণার তথ্য। জালিয়াতি করে দুইবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করিয়ে নেন ডা. সাবরিনা।

দুটি এনআইডি কার্ডের তথ্য একেবারেই ভিন্ন। একটিতে মায়ের নামের জায়গায় লেখা রয়েছে কিশোয়ার জেসমিন। অন্যটিতে জেসমিন হুসেইন। একটি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক। অন্যটিতে আরিফুল চৌধুরী। একটিতে তার জন্মসাল ১৯৭৮ সাল। ৫ বছর কমিয়ে অন্যটিতে দেয়া হয়েছে ১৯৮৩ সাল। একটি কার্ডে পেশা ডাক্তার, অন্যটিতে সরকারি চাকরি। একটি আইডি কার্ডে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি। অন্যটিতে রয়েছে বাড্ডার প্রগতী সরণি।