ইবিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

ইবিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: প্রতিনিধি

ইবি প্রতিনিধি: 'বিশুদ্ধ বায়ু, দীর্ঘ আয়ু, উজ্জ্বল ভবিষ্যৎ' প্রতিপাদ্য নিয়ে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসের অনুষদভবন সংলগ্ন আমবাগানে রোভার ও বিএনসিসি সদস্যদের নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের হয়।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‍্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিএনসিসি বিশ্ববিদ্যালয় বিএনসিসির সমন্বয়কারী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় গ্রুপের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে উপাচার্য পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। পরে বিএনসিসি ও রোভারের অর্ধশত সদস্য আমতলা ও অনুষদ ভবনসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ কার্যক্রমের অংশ হিসেবে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের কার্যক্রম সবসময় চলমান আছে। তবে বিশেষ দিনগুলোতে কার্যক্রমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি হয়। শুধু ক্যাম্পাসের আবর্জনা নয়, মনের ময়লাও দূর হোক এটাই চাওয়া।