রাজশাহীর তিনটি উপজেলায় বিজয়ী যারা

রাজশাহীর তিনটি উপজেলায় বিজয়ী যারা

ফাইল ছবি

দ্বিতীয় ধাপে রাজশাহীর তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর এ তিন উপজেলার নির্বাচন শেষ হয়। নির্বারিত সময় মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু, দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ ও পুঠিয়ায় আব্দুস সামাদ বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বাগমারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। একই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ৬৪ ভোট।

অন্যদিকে বাগমারা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৪৪৭ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট। এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দুর্গাপুর উপজেলায় শরিফুজ্জামান শরীফ মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪২ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারীবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ সরদার ঘোড়া প্রতিক নিয়ে পেছেন পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট। দুর্গাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুল কাদের ৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ফিরোজ তালা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৫১ ভোট। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম ৫৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৭৬৭ টি। তার নিকটতম প্রার্থী কোহিনুর বেগম কলস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৬ ভোট। রাত পৌনে নয়টায় ফলাফল ঘোষণা করেন দুর্গাপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।

আর পুঠিয়া উপজেলায় আব্দুস সামাদ আনারস প্রতীক নিয়ে ২৬হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান উল হক মাসুদ ঘোড়া মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট ও জিএম হিরা বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৮৭২ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ে বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন হোসেন মুকুল চশমা প্রতীকে ২৮১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মাস্টার তালা প্রতীকে ১০৯৫৫ ভোটপ ও মুরাদ হোসেন টিউবাল প্রতীকে পেয়েছেন ১৯১৯৩ ভোট। মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মধ্যে মৌসুমী আক্তার বৈদ্যচিক পাখা মার্কা প্রতীকে ২৬৯৮০ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে পরিযান বেগম পেয়েছেন ২১৮৯২ ভোট, শবনাজ আক্তার হাঁস প্রতীক নিয়ে ৮৫৯৬ পেয়েছেন ভোট।