কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্তে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সে চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা এসে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধারের চেষ্টা করছে।  

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধারে কাজ করা হচ্ছে।